Monday, April 21, 2025

কমরেড জাকির হোসেন হবিকে শেষ বিদায়

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য, আজীবন বিপ্লবী বীর কমিউনিস্ট মুক্তিযোদ্ধা কমরেড জাকির হোসেন হবিকে শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে চির বিদায় জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার বেলা ১২টায় তার মরদেহ দলীয় কার্যালয়ে আনা হলে সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটি, যশোর জেলা, নড়াইল জেলা, খুলনা জেলা, মাগুরা জেলা, চুয়াডাঙ্গা জেলা, মণিরামপুর, বাঘারপাড়া, অভয়নগর, কেশবপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন যশোর, সুরধুনী, কিংশুক সংগীত একাডেমি, কচিকাঁচা পরিষদ, যশোর বালিকা বিদ্যালয়, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, বিপ্লবী যুব মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী, নারী মুক্তি পরিষদ, কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, জাতীয় কৃষক খেতমজুর সমিতি, মৈত্রী ভলান্টিয়ার্স, লাল পরিবার, সাবেক ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড কাজী নজরুল ইসলাম ফিরোজ, কমরেড গাজী আব্দুল হামিদ, কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড নাজিমউদ্দীন, কমরেড তসলিম উর রহমান, কমরেড নওশের গাজী, কমরেড ওমর আলী, কেন্দ্রীয় সম্মানীয় সদস্য প্রফেসর আফসার আলী, কমরেড অনিল বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পার্টি অফিস প্রাঙ্গণে তাকে ‘রেড স্যালুট’ প্রদান করা হয়। এরপর তার মরদেহ নিয়ে যশোর শহরের শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বেজপাড়া তালতলা কবরস্থানে সমাহিত করা হয়।

কমরেড জাকির হোসেন হবি ১৯৫১ সালের ১৫ জানুয়ারি যশোরের অভয়নগর উপজেলার চন্দ্রপুরে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, রাজনৈতিক বন্ধু ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর