যশোর শহরের শংকরপুর হাজারীগেটে এনামুল কবীর (৪৮) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলো: শংকরপুর নমসদ্রর পাড়ার রাকিব রেজা রিপন (৩৫), রফিকুল ইসলাম (৪০) এবং শহরতলীর মোবারককাঠি গ্রামের ইসরাইল হোসেন (৪৮)।
মামলার এজাহারে এনামুল কবীর উল্লেখ করেছেন যে, আসামিদের সাথে তার জমি নিয়ে বিরোধ ছিল। সেই কারণে তারা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি সকালে তিনি মোটরসাইকেলে করে কাজে বের হচ্ছিলেন। সকাল ৯টার দিকে বিসমিল্লাহ হ্যাচারির আদুরে পৌঁছালে আসামিরা তাকে দাঁড় করায় এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় তারা একটি চাকু দিয়ে তার উরুতে আঘাত করে এবং শরীরের অন্যান্য স্থানেও আঘাত করে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের গুলি করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।