Monday, April 21, 2025

৮ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম

খুলনার বটিয়াঘাটা উপজেলার ইব্রাহিম আলী শেখ সাগর নামের এক ব্যক্তি বিনা অপরাধে আট বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

জানা যায়, ২০০৩ সালের একটি হত্যা মামলায় আদালত ইব্রাহিমকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে মামলাটি উচ্চ আদালতে গেলে ২০১৭ সালে তিনি খালাস পান। তবে, কারাগারে তার মুক্তির আদেশ পৌঁছায়নি। ফলে বিনা অপরাধে আট বছর কারাভোগ করেন তিনি।

সম্প্রতি বিষয়টি নজরে আসলে যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া ও জেলার মো. শরিফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় তার মুক্তির ব্যবস্থা করা হয়। তারা আদালতের সঙ্গে যোগাযোগ করে মুক্তির আদেশ সংগ্রহ করেন এবং যাবতীয় যাচাই-বাছাই শেষে শনিবার তাকে মুক্তি দেওয়া হয়।

আট বছর পর মুক্তি পেয়ে ইব্রাহিম আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এ ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারকে ধন্যবাদ জানান এবং তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষের আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। একই সাথে, নিরীহ ইব্রাহিমের দীর্ঘ আট বছরের কারাভোগের বিষয়টি মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবেও চিহ্নিত হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর