যশোরে নাশকতা মামলায় আওয়ামীলীগের পাঁচনেতাকর্মী আদালতে আত্মসমর্পন করেছেন। তারা হলেন, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের আলী আহমেদের ছেলে খলিল, মোসলেমের ছেলে সোহাগ, ঘোড়াচাঁদের ছেলে পলাশ, গাউছুলের ছেলে রানা ও আব্দুল খালেকের ছেরে আব্দুর রহিম। রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ১৯ নভেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা শাখার সদস্য অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে আওয়ামীলীগের ৫৬ নেতাকর্মীকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, আসামিরা যশোর সদর উপজেলার চুকনগর সড়কের কানাইতলায় নাশকতা, মানুষ হত্যা করার চেষ্টা, অন্তর্বতীকালীন সরকারের কর্মকান্ড বাধাগ্রস্থ করা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। মামলায় নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকেও আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ওই পাঁচজন। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা। রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাতদিন সংবাদ/আর কে-০৪