Monday, April 21, 2025

যশোরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদককারবারি আটক

যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে বেনাপোলের ভবেরবেড় ও ছোট আচড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। এই অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আলামি (৪০), ছোট আচড়া গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে শহিদুল ইসলাম (৫০),  সফেদ আলী গাজীর ছেলে খোকন গাজী, দক্ষিণ বুরুজ বাগান এলাকার আজিজুলের ছেলে সাইফুল্লাহ (২৫)।

যশোরের শাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শওকত মেহেদী সেতু আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর