Monday, April 21, 2025

যশোরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের মিলন মেলা অনুষ্ঠিত

যশোরে সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মিলন মেলা এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌর পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এ জেলার ৩১ লাখ মানুষের সেবক হিসেবে আমাকে সরকার এই জেলায় পোষ্টিং দিয়েছেন। আমার কাজ হচ্ছে জেলার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারের প্রদেয় সেবাসমূহ পৌঁছে দেওয়া। সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে উন্নয়নের মূলধারায় আনাই আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ডিডিএলজি রফিকুল হাসান, জেলা পরিষদের সিইও আসাদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুদ্দৌলাহ, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, বিএফইউজের যুগ্ম মহাসচিব ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার নূর ইসলাম, হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিলহজ্জ, জেইউজের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলনসহ প্রায় দুই শতাধিক হকার্স ইউনিয়নের সদস্য।

মিলন মেলায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম হকার্স ইউনিয়নের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি হকার্স ইউনিয়নের সদস্যদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই আয়োজনে সংবাদপত্র হকারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এবং তারা তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর