Monday, April 21, 2025

যশোরের টালিখোলায় যুবককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, আসামি ১

যশোর শহরেরর পুলিশ লাইন টালিখোলা মসজিদের পাশে আল-আমিন (৩৫) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে জখমের ঘটনার দুই সপ্তাহ পর কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে শের আলী দফাদারকে (৪৪)। তিনি পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত নওশের দফাদারের ছেলে।

ওই এলাকার মৃত মুসা বিশ্বাসের ছেলে আল-আমিন এজাহারে উল্লেখ করেছেন, টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে শের আলী তাকে খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে পালবাড়ি থেকে বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। সে সময় মসজিদ গলির পাশের একটি কাঠের গোলার সামনে পৌছালে শের আলীসহ তার লোকজন পথরোধ করে। একটি দা দিয়ে মাথায় কোপ মারলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে কিল ঘুষি মারে। এতে তার চোখ ক্ষতিগ্রস্থ হয়। এর সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তার ভগ্নিপতি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করে ডাক্তাররা। পরে তিনি ঢাকায় চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে থানায় মামলা করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর