Monday, April 21, 2025

জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর শাখার কর্মসূচি আগামীকাল

আগামীকাল ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি, যশোর জেলা কমিটি। ভবদহ জনপদের জলাবদ্ধ কৃষকদের সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে সংগঠনের জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে কৃষকদের উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, জলাবদ্ধতার কারণে কৃষকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সার্টিফিকেট মামলা তাদের আরও বিপদে ফেলছে। তাই তারা এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামীকাল সকল কৃষককে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর