Monday, April 21, 2025

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাগানবাড়িতে অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ কার্যালয় ও নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার  বিকেলে কালিয়া পৌর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে কালিয়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল চলাকালে বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভস্থলের পাশে থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একদল বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাগানবাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি চলার সময় হঠাৎ দেখি আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আগুন জ্বলছে। আমরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। কে বা কারা এ কাজ করেছে, তা আমরা জানি না। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ‘ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, এর একদিন আগে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্যসচিব শাফায়াত উল্লাহর নেতৃত্বে নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি ম্যুরাল এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে নড়াইল পৌরসভার ফটক ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত অংশও ভেঙে দেওয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর