ধর্ম সম্পর্ক পাতিয়ে স্বামীকে ফ্রান্সে নিয়ে যাওয়ার কথা বলে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নোয়াখালীর বাবা ও ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। পরে মামলাটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
যশোর সদর উপজেলার রাজারহাট কাজীপুর গ্রামের টিটো হোসেনের ছেলে পাপিয়া সুলতানা (৩৭) এই মামলাটি দায়ের করেছেন। আসামিরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ গ্রামের ইসমাইল হোসেন (৬০) এবং তার ছেলে বিল্লাল হোসেন (৩৫)।
মামলার এজাহারে পাপিয়া উল্লেখ করেছেন, কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে বিল্লালের সঙ্গে তার পরিচয় হয়। বিল্লাল তাকে বোন বলে ডাকত এবং নিজেকে ফ্রান্সের বাসিন্দা বলে পরিচয় দিত। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। এক পর্যায়ে বিল্লাল পাপিয়ার স্বামীকে ফ্রান্সে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। এর জন্য ১২ লাখ টাকা লাগবে বলে জানায়। বিল্লাল ও তার বাবার কথায় বিশ্বাস করে পাপিয়া তার স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামীও বিল্লালের সাথে কথা বলেন। এরপর তারা গত বছরের ২০ জুন অগ্রণী ব্যাংক সেনবাগ থানায় বিল্লালের বাবার অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠান।
টাকা পাঠানোর কিছুদিন পর থেকে বিল্লাল ও তার বাবা বিভিন্ন তালবাহানা শুরু করেন। গত ১৬ জানুয়ারি পাপিয়ার স্বামী বিল্লালের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, কোনো টাকা ফেরত দেওয়া হবে না। তারা সংঘবদ্ধ প্রতারক চক্র এবং বিভিন্ন মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেন।
টাকা ফেরত পাওয়ার জন্য পাপিয়া আদালতে মামলা করেন। আদালত মামলাটি কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।