Monday, April 21, 2025

শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের বিচার দাবিতে লোহাগড়ায় স্মারকলিপি পেশ

লোহাগড়া প্রতিনিধি: শেখ হাসিনার শাসনামলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও শাস্তির দাবিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’-এর অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুন নাহার লিনা স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর