বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে এ র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের ডালমিল এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্তরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহম্মদ ইব্রাহিম শামীম। র্যালিতে প্রায় ৫০০ নেতাকর্মী অংশ নেন।
এ সময় ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, “জুলুম-নির্যাতন করে শিবিরকে অতীতে দমানো যায়নি, ভবিষ্যতেও দমানো যাবে না। এদেশে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে ইসলামী ছাত্রশিবির তা রুখে দেবে।”
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাত্র ছয়জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি ইসলামী আদর্শ প্রচার ও ছাত্রদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে কাজ করে আসছে।