Monday, April 21, 2025

যশোরে ছাত্রদলের কর্মসূচি পালন

যশোরে এমএম কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে ছাত্রদলের যশোর জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি নেতৃত্ব দেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হয়ে এই কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে তারা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা দলীয় আদর্শ ও ছাত্রসমাজের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। কর্মসূচিতে জেলা ও বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর