যশোর সদরের সরইডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ইয়াবা বিক্রির সময় সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।
মাদকদ্রব্য বিভাগ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের একটি দল সরইডাঙ্গা পশ্চিমপাড়ার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। মাদকদ্রব্য বিভাগের অভিযানের খবর পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বিভাগ আরও জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য আইনে ২টি মামলা রয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।