Monday, April 21, 2025

চাকরি দেয়ার নামে জমি লিখে নেওয়ার অভিযোগে টিএসআই রফিকের বিরুদ্ধে মামলা

যশোর সদর পুলিশ ফাঁড়ির সাবেক টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে জমি লিখে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের পাচবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম মন্ডল বাদী হয়ে এই মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

মামলার অভিযোগে জানা গেছে, শহিদুল ইসলাম তার দুই ছেলেকে পুলিশের চাকরিতে দিতে চাইলে টিএসআই রফিক তাদের চাকরি দেয়ার আশ্বাস দেন। একপর্যায়ে শহিদুল ইসলামের ২ একর ১০ শতক জমি দেখে টিএসআই রফিক হাঁস-মুরগী ও গরুর খামারের প্রস্তাব দেন এবং জমির কাগজ পত্র নিয়ে যান।

২০১৫ সালের ৩ ডিসেম্বর যশোর পুলিশ লাইনে কনস্টেবল পদে লোক নিয়োগ পরীক্ষা হয়। শহিদুল ইসলামের দুই ছেলে পুলিশ লাইন মাঠে গেলে টিএসআই রফিক তাদের মাঠে দাঁড় করিয়ে চলে যান। প্রাথমিক বাছাইয়ে শহিদুল ইসলামের দুই ছেলে বাদ পড়ে যায়।

এরপর টিএসআই রফিক শহিদুল ইসলামকে সদর ফাঁড়িতে ডেকে গালিগালাজ করেন এবং তার দুই ছেলেকে চাকরি দেয়ার জন্য কর্মকর্তাদের দেয়া ৩০ লাখ টাকা দাবি করেন। অন্যথায় তার ২ একর ১০ শতক জমি দলিল করে দেয়ার প্রস্তাব দেন। শহিদুল ইসলাম রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দেন।

২০১৬ সালের ১২ মার্চ টিএসআই রফিকসহ দুই পুলিশ সদস্য শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে ও তার স্ত্রী এবং দুই ছেলেকে অপহরণ করে যশোর সদর ফাঁড়িতে এনে আটকে রাখে। রাত ১০ টার পরে টিএসআই রফিক দলিল লেখক আশকার হোসেনকে ফাঁড়িতে এনে ক্রসফায়ারের ভয় দেখিয়ে শহিদুল ইসলামের কাছ থেকে জমি লিখে নেন।

২০২০ সালে শফিকুল ইসলাম তার এ জমি তার ভাই রফিকুল ইসলামের নামে দলিল করে দেন। এরপর থেকে তারা টিএসআই রফিক গরুর খামার করে জমি ভোগদখল করে আসছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর