Monday, April 21, 2025

যশোরে মাদ্রাসাছাত্রী অপহরণ: ১৬ দিন পর মামলা

যশোরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগে আদালতে পিটিশন দায়ের করার ১৬ দিন পর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ছাত্রীর বাবা সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনীর মোড়ের বাসিন্দা ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন।

আসামিরা হলো: ঘোপজেল রোড উত্তরা ক্লিনিকের পাশের সাজেদুর রহমান শান্তার বাড়ির ভাড়াটিয়া বাবু সিংহর ছেলে বিশ্বাজিৎ সিং প্রান্ত (২২), তার মা জয়ন্তী সিংহ (৪৫), নিরঞ্জন পালের স্ত্রী ঝর্না পাল (৩২) এবং বারান্দী মোল্লাপাড়া কদমতলার মিন্টু হোসেনের বাড়ির ভাড়াটিয়া অশোক দেবনাথের ছেলে অলিক দেবনাথ (২৬)।

এজাহারে ছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে বারান্দীপাড়ার রোডস্থ নিয়ামতিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী। সে মাদ্রাসায় যাতায়াতের পথে আসামি প্রান্ত তাকে উত্ত্যক্ত ও বিরক্ত করত। বিষয়টি তার পিতামাতাসহ অন্য আসামিদের নালিশ করলে তারা কোনো কর্ণপাত করেনি। উল্টো নানা হুমকি দিত। গত ২৬ নভেম্বর সকাল ৭টার দিকে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন তার মেয়েকে। পথিমধ্যে বিমানবন্দর বাইপাস সড়কে পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করে। এরপর তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে তার মেয়েকে আগে থেকে সেখানে রাখা একটি মাইক্রোবাসে করে উঠিয়ে যশোর শহরের দিকে নিয়ে যায়। এরপর থেকে তিনি তার মেয়েকে খুঁজে পাননি। তার ধারণা, তার মেয়ের ক্ষতি করার জন্য তাকে ভারতে পাচার করা হতে পারে। সেজন্য তাকে আটকে রাখা হয়েছে। এই বিষয়ে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ না নিলে তিনি গত ১৯ জানুয়ারি আদালতে নালিশি অভিযোগ দেন। এই ঘটনার ১৬ দিন পর গত মঙ্গলবার পুলিশ নিয়মিত মামলা হিসেবে তা রেকর্ড করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর