Wednesday, February 19, 2025

নিখোঁজের চারদিন পর বাগেরহাটে মিললো গৃহবধূ বৃষ্টির লাশ

নড়াইল প্রতিনিধি: নিখোঁজের চারদিন পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি পুকুর থেকে নড়াইল সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মী গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টির (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত বৃষ্টি নড়াইল শহরের আলাদাতপুর এলাকার মৃত আব্দুল কাদির মোল্যার মেয়ে। তিনি নড়াইল সদর হাসপাতালে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত ৩১ জানুয়ারি (শুক্রবার) বিকেলে যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বৃষ্টি। এরপর ১ ফেব্রুয়ারি (শনিবার) তার মা সবেজান বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃষ্টির স্বামী মাহফুজ রহমান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের একমাত্র কন্যা সন্তান ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে। পরিবারের সদস্যরা বৃষ্টির লাশ আনতে বাগেরহাটে গেছেন।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত বৃষ্টির সঙ্গে বাগেরহাটের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ফকিরহাট থানা পুলিশের মাধ্যমে তারা বৃষ্টির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়েছেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর