Wednesday, February 19, 2025

বেনাপোল বন্দরের ২ নম্বর গেটে বোমা হামলা, শ্রমিকদের বিক্ষোভে অচলাবস্থা

বেনাপোল বন্দরের ২ নম্বর গেটের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে বন্দরের একটি অংশের শ্রমিকরা গোডাউন থেকে মালামাল লোড-আনলোড বন্ধ রেখেছেন। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার আগে শ্রমিকরা আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে মারধর করে মারাত্মক জখম করে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, শ্রমিকদের পিটুনিতে তার পা ভেঙে গেছে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে আলাউদ্দিনের আটক ও বিচারের দাবিতে বন্দরের ৯২৫ রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে এবং প্রধান সড়ক অবরোধ করে রাখে। তারা ট্রাক আড় করে বেনাপোল চেকপোস্ট থেকে ঢাকাগামী সকল যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেয়। বন্দরের নিরাপত্তা রক্ষায় আনসার সদস্যরা বন্দরের প্রবেশ মুখে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, বন্দরের দখল নিতে আলাউদ্দিন নামে এক ব্যক্তি বোমা হামলা চালালে তাকে পিটিয়ে জখম করা হয়। এখনো পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে বন্দরের শ্রমিক সংগঠন ৮৯১ স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছে।

বেনাপোল বন্দরের ৮৯১ নম্বর শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক লিটন হোসেন জানান, বন্দরে চলমান গণ্ডগোলের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তাদের শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজ করছে।

এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “দুই পক্ষের দ্বন্দ্বে বন্দরের কাজকর্ম বন্ধ রাখা ঠিক নয়। তবে অপরাধীর বিচার হওয়া উচিত।”

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, “আমরা একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছি। এ ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এই ঘটনা ঘটেছে।”

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর