যশোরে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুগান্তর গত ২৫ বছরে সত্য ও ন্যায়ের পথে থেকেছে এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি।
যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার উদ্যোগে মঙ্গলবার প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, যুগান্তর সবসময় অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ছিল। মুক্তিযুদ্ধের সময় এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কঠিন সময়েও যুগান্তর দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
যুগান্তর আগামীতেও তাদের সাহসী ভূমিকা ধরে রাখবে এবং জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, রোটারি ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্ণর আশরাফুজ্জামান নান্নু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
আলোচনা শেষে অতিথিরা রজতজয়ন্তী উৎসবের কেক কাটেন।