Wednesday, February 19, 2025

সম্রাটকে ছুরিকাঘাত: কুদরতসহ সাতজনের বিরুদ্ধে মামলা

যশোর শহরের চাঁচড়া ডালমিল মাঠপাড়া এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সম্রাট নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নারীসহ সাত জনকে আসামি করেছেন সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন। আসামিরা হলেন, চাঁচড়া তেঁতুলতলা ইসমাইল কলোনির ফারুক হোসেনের ছেলে কুদরত, খালিদের ছেলে ইমন ওরফে ভাগ্নে ইমন, সাগরের স্ত্রী কোয়েল, বকুলের স্ত্রী ময়না, চাঁচড়া ডালমিল মাঠপাড়ার শাকিলের ছেলে সাকিব, পুলেরহাটের হৃদয় ও মোহাম্মদ আলী।

সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী মাছ ব্যবসায়ী। আসামিদের সাথে তাদের বসতবাড়ি ও পারিবারিক বিষয় নিয়ে পূর্ব হতে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে আসামিরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় আসামি কুদরত তাদের ঘরটি নিজের দাবি করেন এবং হুমকি দিয়ে সকলকে বের করে দেন। তখন আসামি কোয়েল ও ময়নার হুকুমে অন্য আসামিরা চোখ নষ্টের উদ্দেশ্যে চাকু দিয়ে তার কপালে একের পর এক আঘাত করেন। তার মাথায় কোপ মারা হয়। এছাড়া তারা তাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে আহত স¤্রাটকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানান, সন্ত্রাসী কুদরত ও স¤্রাট যৌথভাবে ওই জমি কিনেছেন। যা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে কুদরত ও তার সহযোগীরা স¤্রাটকে কুপিয়ে জখম করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জড়িতদেও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর