লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুরুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয়দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের প্রতি অবজ্ঞা, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল করে।
রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শতাধিক মানুষ লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান নেয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, অভিযুক্ত পুলিশ পরিদর্শক তাদের প্রতি অসদাচরণ করেছেন এবং আন্দোলন দমনে পক্ষপাতমূলক আচরণ করেছেন।
এছাড়া, এক কিশোরীর আত্মহত্যাকে ঘিরে ঘুষ দাবির অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, ইন্সপেক্টর নুরুন্নবী তাদের কাছ থেকে ঘুষ নিতে ব্যর্থ হয়ে আত্মহত্যার ঘটনাকে হত্যা হিসেবে চালানোর চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় লুডু খেলতে বসা কিছু ব্যক্তিকে আটক করে জুয়া খেলার মিথ্যা অভিযোগ তোলেন অভিযুক্ত পুলিশ পরিদর্শক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা প্রতিবাদ জানান, কিন্তু তাদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ফোন করলে তাকেও অসদাচরণ এবং হুমকি দেন।
এই পরিস্থিতিতে উত্তেজিত জনতা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে এবং আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানায়। দীর্ঘ দুই ঘণ্টার বিক্ষোভের পর পুলিশ পরিদর্শক বাধ্য হন আটক ব্যক্তিদের ছেড়ে দিতে।
এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টর নুরুন্নবীকে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা প্রশমিত হলেও স্থানীয়দের মধ্যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ এখনো রয়ে গেছে।