দেশের অন্তর্বর্তী সরকারের গঠন করা ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক নজরুল জানান, সংস্কার কমিশনের প্রধানরা ৮ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা ও ভবিষ্যৎ নির্বাচনের পরের করণীয় বিষয়ে সুপারিশনামা পেশ করবেন। এই সুপারিশনামা সকল রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পৌঁছে দেওয়া হবে।
এরপর, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠন অনুষ্ঠিত হবে। উপদেষ্টার মতে, এই বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারিখ নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে। বৈঠকটি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি আরও বলেন, আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে রোজার মধ্যেও অব্যাহত রাখা হবে, যাতে দ্রুত সংস্কার কর্মপন্থা নির্ধারণ করা যায়। ছয়টি সংস্কার কমিশন গঠনের মূল লক্ষ্য ছিল সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা ও জরুরি রাষ্ট্র সংস্কারের সমাধান খোঁজা।