গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় বিয়ে করায় এক ব্যবসায়ী স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামেরকান্দি গ্রামে। আহত স্বামী রুবেল সরদার (৩৫) ঘাঘর বাজারের একজন থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল সরদার ১২ বছর আগে রেশমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর রুবেলের অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ওঠে। সম্প্রতি তিনি অন্য ধর্মের এক নারীকে বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে রেশমা বেগম স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। পরে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রুবেলের মা জানান, তার ছেলে রাতে খাবার খেয়ে ঘুমালে গভীর রাতে চিৎকার শুনে তারা এগিয়ে যান এবং রুবেলের স্ত্রীকে পালিয়ে যেতে দেখেন। রেশমার বোন জানান, রুবেল অন্য নারীকে বিয়ে করায় রেশমা ক্ষিপ্ত হয়ে এই কাজ করতে পারে। তবে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
কোটালীপাড়া থানার ওসি জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।