বিশেষ প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষকদলের সমাবেশে খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন,আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে দেশের সকল কৃষকের নামে কৃষি কার্ড করা হবে। সকল সিন্ডিকেট ভেঙ্গে কৃষকের পন্য তেল, সার, বিদ্যুাসহ সকল কৃষিপন্যের দাম কমাতে হবে। এছাড়া সকল কৃষকের নামে করা হবে কৃষিবীমা। যশোরের কৃষি প্রধান চুড়ামনকাটি এলাকার কৃষকের উৎপাদিত ফসল যাতে সংরক্ষনের অভাবে নষ্ট না হয় তার জন্য এলাকায় একটি সবজি সংরক্ষনের জন্য হিমাগার স্থাপন করা হবে।বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার গোটা দেশের কৃষিখাতকে ধ্বংস করে গেছে।
মঙ্গলবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দল আয়োজিত সর্দ্দার বাগডাঙ্গা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সমাবেশে শত শত কিষাণ-কিষাণী যোগ দেন বিভিন্ন কৃষি যন্ত্রপাতিসহ।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি যখনি রাষ্টীয় ক্ষমতায় গেছে তখনি দেশের কৃষিতে ও দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের নেতাকর্মীরা দেশের মানুষের টাকা লুটে খেয়ে নিজেরাই সম্পদের পাহাড় গড়েছে।তারা দেশের অসহায় মানুষের উপর অত্যাচারের রুলার চালিয়েছে বিগত দিনে।তাদের অত্যাচারে দেশবাসী অতিষ্ট হয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন।আগামীতে দেশ নায়ক তারেক জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তিনি বিএনপিকে রাষ্টীয় ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে ভোট দেওয়ার আহবান জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা কৃষকদলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খাঁন, গোলাম রেজা দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কচি, জেলা সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমীর ফয়সাল, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, আলাউদ্দিন আলা, ইদ্রিস আলী,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেলীনা পারভিন শেলী,থানা যুবদলের যুগ্ম আহবায়ক তানভির রায়হান তুহিন, থানা সেচ্চাসেবক দলের আহবায়ক শফিউল্লাহ, যুগ্ম আহবায়ক বুলবুল চৌধুরী, চুড়ামনকাটি ইউনি যুবদলের সভাপতি মাসুদুর রহমান, কুষক মহাসিন আলী, নজরুল ইসলাম, রাজিব দাস প্রমূখ।
।