Wednesday, February 19, 2025

বারান্দীপাড়ার ১৪ মামলার আসামি জিতু ডিবির হাতে ধরা

যশোরে একাধিক মামলার আসামি ও আলোচিত শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে যশোর সদর উপজেলার হামিদপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, জিতু যশোর শহরের জিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। গত ২১ জানুয়ারি রাতে শহরের মনিহার এলাকায় ক্যাফে হালাল রেস্টুরেন্টের সামনে থেকে ডাকাতি প্রস্তুতি কালে নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন পিকআপ এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র চোরাই কাজের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলাটির তদন্তে উঠে আসে ওই চক্রের সাথে জিতুও জড়িত। বিষয়টি নিশ্চিত হয়ে জিতুকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর