Monday, April 21, 2025

যশোরে অষ্ট্রেলিয়ায় পাঠানোর নামে টাকা আত্মসাতের ঘটনায় মামলা

অষ্ট্রেলিয়ায় পাঠানো নামে ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া চরঝামারঘোপ গ্রামের মৃত গোলাম মওলার ছেলে নয়ন মোল্লা (৩৫) তিনজনের নামে মামলাটি করেন। তিনি বর্তমানে যশোর শহরের বেজপাড়া মেইন রোডের ফাতেমা গার্ডেন নামক বাড়িতে ভাড়া থাকে।

আসামিরা হলো, মুন্সিগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের বকচর এলাকার তোফাজ্জেল ব্যাপারী (৫৩) ও তার দুই ছেলে নবীন হোসেন সাগর (৩২) এবং নাহিদ হোসেন (২২)।

এজাহারে নয়ন মোল্লা উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১৫ নভেম্বর ফেসবুকের মাধ্যমে আসামি নয়নের সাথে পরিচয় হয়। এরপর থেকে তার সাথে হোয়াটঅ্যাপ, ইমুসহ নানা ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি বিশ্বাস অর্জনের জন্য তার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় নগরিক পরিচয়পত্রের ছবি পাঠায়। নয়ন বিভিন্ন দেশে লোকপাঠায়। তার সাথে ইমো নম্বরে যোগাযোগ করেন। তাকে জানানো হয় অষ্ট্রেলিয়াতে মাসে ৩ লাখ টাকা বেতনের চাকরি দিতে পারবেন। এরপর তার সাথে যোগাযোগ করা হয়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে ২৩ লাখ ৭৮ হাজার টাকা দেয়া হয়। আসামি ভিসা প্রোসেসিং করার জন্য বায়োমেটিক, মেডিকেল, ফিঙার, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা ও বিমান টিকিটসহ যাবতীয় কাগজপত্র দেয়। ৯ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে বিমান নির্ধারণ হয়। তার হাতে একটি ই-টিকিট দেয়া হয়। ওই কাগজপত্র ইমিগ্রেশনের দেয়া হলে তাকে জানানো হয় সকল কাগজপত্র ভুয়া। সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর বুঝতে পারেন তার কাছ থেকে প্রতারনা করে প্রায় ২৪ লাখ টাকা নেয়া হয়েছে। এরপর তিনি সেখান থেকে ফিরে নড়াইলে যান এবং আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় মামলা করেন।

রাতদিন সংবাদ/আর কে-২৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর