যশোর কোতয়ালি থানা পুলিশ আওয়ামী লীগে দুই কর্মীকে আটক করেছে। বিএনপি অফিস ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকরা মামলায় পুলিশ এই দুইজনকে আটক করে।
এরা হলো, সদর উপজেলার কাশিমপুর পূর্বপাড়ার মৃত আবদার রহমানের ছেলে আসাদুজ্জামান খোকন (৪০) এবং শহরের শংকরপুর আশ্রম রোডের বাহাদুরের ছেলে সাইদুল ইসলাম (২২)।
পুলিশ জানিয়েছেন, গত ৪ আগস্ট আওয়ামী লীগের মিছিল থেকে কতিপয় দুর্বৃত্ত্ব শহরে লালদিঘির পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, লুট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনায় মামলা হলে ওই দুইজনকে গত রোববার রাতে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-২৩