লোহাগড়া প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গির মোল্যা (৪৪)। তিনি লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের পরিদর্শক জনাব মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল লোহাগড়া থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহাঙ্গির মোল্যাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।