সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা রেললাইনে অবস্থান নেন, এতে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেনটির লোকমাস্টার লতিফ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ট্রেনটি থামানো হয় এবং কর্তৃপক্ষের নির্দেশনায় উল্টো পথে ফিরিয়ে নেওয়া হয়। ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে রাখা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। তাদের দাবি আদায়ে মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কিন্তু দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় তারা আমরণ অনশনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
গতকাল রাতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেছেন:
১. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা।
২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক মান নিশ্চিত করা।
৩. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনে বাধার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা
অনলাইন ডেস্ক/আর কে-১৯