Wednesday, February 19, 2025

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি পালন

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান লিংক রোড অবরোধ করেন, ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে, ছয় শিক্ষার্থী টানা ৬ষ্ঠ দিনের মতো কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। তাদের সামনে গোল হয়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তবে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য সেখানে উপস্থিত হননি।

সাধারণ মানুষ এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন। পথচারী রিফাত ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যেভাবে রাস্তা অবরোধ করছে, এটা উচিত নয়। দাবি আদায়ের জন্য তারা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে।”

এদিকে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে বলেন, “তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক, সরকার এই দাবি মেনে নেবে না।”

অনলাইন ডেস্ক/আর কে-১৫

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর