চুড়ামনকাটি প্রতিনিধি: ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কৃষক সমাবেশ সফল করতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রোববার বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
চুড়ামনকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাতিয়ানতলা, ২নং ওয়ার্ড খিতিবদিয়া, ৩নং ওয়ার্ড ঝাউদিয়া ও ৪নং ওয়ার্ড বাগডাঙ্গায় পৃথকভাবে পথসভা আয়োজন করা হয়। পথসভা শেষে বাবু বাজার থেকে একটি মিছিল বের করা হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল আহমেদ, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সহ-সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, মামুন মহাসিন, মাস্টার শিমুল হোসেন, ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, সাংগঠনিক সম্পাদক শামীম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বাদশা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, ওয়ার্ড সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
পথসভায় নেতারা কৃষক সমাবেশকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পথসভা ও মিছিলে চুড়ামনকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।