মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানব কণ্ঠের উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সকালে কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামের বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চুক্তিভিত্তিক কর্মক্ষেত্রে যান। সেখানে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে, তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ আসরের পর গোপসেনা গ্রামে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক শহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানাজার নামাজে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, সিনিয়র সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সহসভাপতি মোল্যাহ আব্দুস সাত্তার, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সম্পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ সামসুর রহমান, ক্রীড়া সম্পাদক মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, নির্বাহী কমিটির সদস্য মেহেদী হাসান জাহিদসহ আরও অনেকে।