যশোর শহরের চুড়িপট্টিতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে টাস্কফোর্স। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এবং পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চুড়িপট্টিতে অভিযান চালিয়ে কিছু ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। তার মধ্যে ছিলো নয় ক্যান বিয়ার ও ২৪ বক্স চকলেট। তবে অভিযানের সময় কোনো দোকানিকে আটক করা হয়নি বলে জানিয়েছেন টাস্কফোর্স সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, “বৈধ নথিপত্র ছাড়া ভারতীয় পণ্য রাখা ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছি এবং অবৈধ পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাতনি সংবাদ/আর কে-১৪