সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীরা হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন, যার ফলে আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। অনেককে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, আবার কেউ স্ট্রেচারে ভর করে আন্দোলনে অংশ নিয়েছেন। তারা ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভের ফলে আগারগাঁওগামী ও শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আহতদের বক্তব্য অনুযায়ী, তারা শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে আহত হয়েছেন এবং এখন শুধু সুচিকিৎসা ও পুনর্বাসন চান। তাদের দাবি, বর্তমান সরকার বা উপদেষ্টারা তাদের এই দাবি পূরণ করতে ব্যর্থ হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অনলাইন ডেস্ক/আর কে-১৬