যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অভিযানে বিদেশী মদ, ফেনসিডিল, কম্বল, চাদর এবং কীটনাশক আটক করেছে। গতকাল শনিবার এসব মালামাল আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোরের শার্শা সীমান্তের কাশিপুর, হিজলী এবং বেনাপোল বিওপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দুই লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেনসিডিল, কম্বল, চাদর এবং কীটনাশক আটক করা হয়।