Monday, April 21, 2025

যশোরে জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে যশোরে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার দুপুর ২ টায় ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে রেলগেট সরকারি মডেল মসজিদ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমদ ইব্রাহিম শামীমের নেতৃত্বে গণমিছিলে কয়েকশো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল থেকে “আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই” ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।
অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এস এম তানভীর, যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যশোর শহর শাখা সেক্রেটারি ওবায়দুল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এস এম তানভীর বলেন, সবার আগে জুলাই গণহত্যার বিচার করতে হবে। অন্তর্বতি সরকার গণহত্যার বিচার না করে নির্বাচনকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে প্রতিয়মান হচ্ছে। ছাত্র-জনতা শুধুমাত্র নির্বাচনের জন্য রাজপথে রক্ত ঢেলে দেয় নাই। যদি গণহত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ছাত্র-জনতা আরেকটি বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে বলে মন্ত্রব্য করেন নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ/আর কে-১২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর