Monday, April 21, 2025

বিয়ে করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, “নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।”

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। অনুষ্ঠানে বর হিসেবে সারজিস আলমকে সাদা শেরওয়ানি ও পাগড়িতে দেখা যায়। তবে কনে সম্পর্কে তখন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে জানা যায়, সারজিস আলমের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফর রহমান, যিনি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামের বাসিন্দা। তবে কর্মসূত্রে তিনি পরিবারসহ রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গণমাধ্যমের প্রচার এড়াতে সারজিস ও তার পরিবার বর্তমানে ওই রিসোর্টেই অবস্থান করছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সারজিস আলমের স্ত্রী একজন কোরআনের হাফেজা এবং তিনি সর্বদা পর্দার অনুশীলন করেন। তাই তার নাম বা ছবি গণমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্যরা।

সারজিস আলমের বিবাহিত জীবনের শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর