Monday, April 21, 2025

যশোরে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আখতারুজ্জামানের সহধর্মিণী সাহিদা আক্তারের ইন্তেকাল

শুক্রবার ঢাকার একটি হাসপাতালে যশোরের ক্রীড়া সংগঠক এবিএম আখতারুজ্জামানের সহধর্মিণী সাহিদা আক্তার (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার বেলা ১২ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মৃত্যুবরণ করেন।

সাহিদা আক্তার যশোর সাজ ক্রীড়া চক্রের সভানেত্রী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী ছিলেন। তিনি কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা যায়। বাদ এশা শহরের পিটিআই জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাযা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যশোর ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ ও সাবেক-বর্তমান খেলোয়ারা উপস্থিত ছিলেন। এদিকে, সাহিদা আক্তারের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন সংগঠন। বিবৃতি দাতারা হলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, মোহাম্মদ শফিকউজ্জামান, ক্রীড়া সংগঠক শহিদ আহমেদ, খায়েরুজ্জামান বাবু, সোহেল আল মামুন নিসাদ, সৌখিন ক্রীড়া চক্রের পক্ষে মারুফ কবীর, সোনালী অতীত ক্লাব যশোরের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, লাভস ক্রিকেট যশোরের সভাপতি মনিরুল হুদা খান মনি, সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুল প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর