নড়াইল প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে নড়াইলে কিশোর-কিশোরীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বিষয়ক এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, চোখের ভিশন পরীক্ষা, আয়রন ও ফলিক এসিড সরবরাহ এবং কিশোরীদের স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। এসএমসি, ইউনিসেফ বাংলাদেশ, নিউট্রিশান ও ব্র্যাক এই কার্যক্রমে সহযোগিতা করে।
অনুষ্ঠানে নড়াইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূরের সভাপতিত্বে এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও এসএমসি, ইউনিসেফ বাংলাদেশ, নিউট্রিশান ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করতে এমন কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।