Wednesday, February 19, 2025

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া, পারিবারিক পরিবেশে মানসিকভাবে ভালো আছেন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার ১৭ দিন পর লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক থেকে বাসায় ফিরেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে তাঁকে উত্তর লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি পারিবারিক পরিবেশে মানসিকভাবে ভালো আছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন শনিবার (২৫ জানুয়ারি) জানান, খালেদা জিয়া বর্তমানে ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, পুত্রবধূ শামিলা রহমান এবং নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বাসায় থেকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা পাচ্ছেন। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সঙ্গে পরিবারের নিয়মিত যোগাযোগ রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বাসায় রেখে আপাতত ওষুধের মাধ্যমে তাঁর চিকিৎসা চলবে। লন্ডন ক্লিনিক থেকে দেওয়া চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিশেষ পরীক্ষা চলছে। পরীক্ষার বাকি ফলাফল পাওয়ার পর মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর লিভার প্রতিস্থাপনের বিষয়েও মেডিকেল বোর্ড আলোচনা করছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে খালেদা জিয়া দুই বছরেরও বেশি সময় কারাগারে ছিলেন। তবে বিএনপির ও পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন করা হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তা প্রত্যাখ্যান করে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এর কিছুদিন পর দুর্নীতির মামলার রায় বাতিল করে আদালত। ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং লন্ডন ক্লিনিকে ভর্তি হন।

বর্তমানে তিনি পরিবার ও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তাঁর সুস্থতার জন্য ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর