Wednesday, February 19, 2025

যশোরে প্রতিবন্ধী ব্যক্তির বাড়ি ভাঙচুর

যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তির বাড়ি ভাঙচুর ও জমি দখলের ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ উঠেছে।

প্রতিবন্ধী ছাদেক আলীর ছোট ভাইয়ের স্ত্রী মাজেদা বেগম জানান, তারা দীর্ঘদিন ধরে পৈত্রিক জমির মালিক। কিন্তু প্রতিবেশী দেলবার বিশ্বাস এই জমির কিছু অংশ দখল করতে চেয়ে আসছিলেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় দেলবার বিশ্বাস গত ২১ জানুয়ারি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাদেক আলীর বাড়ি ভাঙচুর করে এবং জমি দখল করে নেয়।

মাজেদা বেগম আরও জানান, ছাদেক আলী প্রতিবন্ধী হওয়ায় তিনি প্রতিবাদ করতে পারেননি। স্থানীয় প্রশাসনকে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি।

এই ঘটনায় স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করছেন, প্রতিবন্ধী ব্যক্তির উপর এ ধরনের অত্যাচার অমানবিক। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর