বর্ণিল আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) তার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। গতকাল সকাল থেকে দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির শুরু করেন। এরপর আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ান, বিভিন্ন বিভাগের পোস্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসব এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে যবিপ্রবির অর্জনের কথা উল্লেখ করে ভবিষ্যতে আরো উন্নতির কথা জানান। তিনি বলেন, “যবিপ্রবি প্রত্যন্ত অঞ্চলের বিশ্ববিদ্যালয় হয়েও দেশ ও বিদেশের মধ্যে আলোকবর্তিকা হওয়ার গৌরব অর্জন করেছে।” তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একযোগে কাজ করে বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত করার আহ্বান জানান।
আলোচনা সভায় খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারা যবিপ্রবির উন্নতির জন্য শুভকামনা জানান।
বিশ্ববিদ্যালয়ের ২৭টি বিভাগ, ভেটেরিনারি মেডিসিন অনুষদ, অ্যালামনাই এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পিঠা উৎসবে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা উপস্থাপিত হয়, যা সবার দৃষ্টি কেড়ে নেয়।
২০০৭ সালে প্রতিষ্ঠিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়টি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।