যশোরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১২০ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে উন্নত মানের একটি কম্বল, শাল চাদর ও শীতের টুপি প্রদান করা হয়। অনুষ্ঠানে তানযীমুল কুরআন মাদরাসা যশোর এর পরিচালক মুফতি সাইফুল ইসলাম যশোরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া দড়াটানা মাদরাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মাজহারুল ইসলাম হাফি। বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেন্ট্রাল প্রতিনিধি শোয়াইব আহমাদ, জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন।