ঢাকায় আটক যশোরের আওয়ামী লীগের নেতা শেখ আতিকুর রহমান বাবু কে যশোরের কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিকে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি দখল, বোমাবাজি এবং মারপিটের ঘটনায় দায়েরকরা মামলায় তাকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে । তিনি জেলা আওয়ামলী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও পুরাতন কসবার শীহদ আবু তালেবের ছেলে।
কোতয়ালি থানার এসআই বায়েজীদ মোল্লা জানিয়েছেন, বালিয়াডাঙ্গা ভোটকেন্দ্রে ভোটকেন্দ্র দখলে নিতে বোমাবাজি ও হামলায় চালায় আওয়ামঅ লীগের সন্ত্রাসী। সেই ঘটনায় দায়েরকরা মামলার সন্দিগ্ধ আসামি আতিকুর রহমান বাবু। গত বৃহস্পতিবার রাতে তাকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে পুলিশ আটক করে। শুক্রবার তাকে যশোরে পাঠানো হয়ে। শনিবার তাকে ওই মামলা আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
গত ১৩ জানুয়ারি একটি নাশকতার মামলায় আদালতে থেকে জামিন পেয়ে তিনিসহ তার সঙ্গীরা হঠাৎ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটের সামনে থেকে মিছিল নিয়ে আইনজীবী সমিতির নম্বর ভবনের সামনে গিয়ে মানুষের মাঝে কৌশলে মিশে যান। সেই সময় আলোচনায় আসে মিছিলটি। পরে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা মিছিলকারীদের আটকের জন্য তৎপর হয়। এদের মধ্যে মিছিলের মূল উদ্যোক্তা বাবুকে ঢাকা থেকে আটক করে পুলিশ।