Wednesday, February 19, 2025

সন্ত্রাসী ভাইপো রাকিব হত্যা চেষ্টার মামলায় হাসান আটক, আদালতে স্বীকারোক্তি

যশোরে ভাইপো রাকিবকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক আসামিকে আটক করেছে ডিবি পুলিশ। আটক হাসান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আড়িয়ালা গ্রামের মৃত জালাল মোল্লার ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার হামিদপুর চাঁনপাড়া গ্রামের বাসিন্দা। ডিবির এসআই খান মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শুক্রবার রাতে গোপালগঞ্জ জেলার কাঠিবাজার এলাকা থেকে এক আত্বীয় বাড়ি থেকে হাসানকে আটক করে। পরে শনিবার তাকে যশোর আদালতে সোপর্দ করে।

আদালতে হাসানের স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহন শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে যানা যায়, গত ১৯ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে নিজ বাড়ির সামনে এ সন্ত্রাসী ভাইপো রাকিবকে হত্যা চেষ্টা করে সন্ত্রাসীরা। আহত রাকিব শহরের শংকরপুর সার গোডাউন এলাকার তৌহিদের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন। এ ঘটনায় আহত রাকিবের মা ফয়জুন্নাহার বাদী হয়ে আটজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ মামলা আসামিরা হলেন, সদর উপজেলার চাঁচড়া ইসমাইল কোলনীর কাজী খালিদ হোসেনের ছেলে ইমন, শংকরপুর পশু হাসপাতালের পেছনের বর্তমানে পুলেরহাট এলাকার মৃত পিয়ারু কাজীর ছেলে কাজী তারেক, চাঁচড়া জামতলা এলাকার তারেকের ছেলে তানভীর, মৃত জলিল মুন্সির ছেলে রিয়াজ, চাঁচড়া রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির, শংকরপুর সার গোডাউনের পেছনের মৃত আফজাল কাজীর ছেলে আকাশ, ইসকেনের ছেলে ইয়াসিন এবং বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের কানা বাবুর ছেলে সুমন ওরফে ট্যাটু সুমন।

রাতদিন সংবাদ/আর কে-১৪

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর