যশোরের ঘোপ ৩নং ওয়ার্ডে আগামী নারী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ এস এম মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা সহিদুল বারী রবু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলী আশফাক লনি, যুগ্ম-সম্পাদক ফরহাদ আহমেদ, ওয়ার্ড মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম ,সাধারণ সম্পাদক আনোয়ারা পারভিন আনু ও নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল বাসার সুজনসহ ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাতদিন সংবাদ/আর কে-১৩