যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাকিব সাকিব (২৭)। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত ফাহিম বিশ্বাস (২৬) বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, নাজমুস সাকিব যশোর জেলা ছাত্রদলের জনপ্রিয় নেতা ছিলেন। তার কর্মদক্ষতা এবং মিষ্টি আচরণের জন্য তিনি সহযোদ্ধা ও স্থানীয়দের মাঝে অত্যন্ত প্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে যশোর জেলা ছাত্রদল এবং স্থানীয় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
ছাত্রদলের পক্ষ থেকে এক শোকবার্তায় সাকিবের আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। সাকিবের মৃত্যুতে যশোর জেলা ছাত্রদল এক অমূল্য সংগঠককে হারালো বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
বিশেষ প্রতিনিধি