নিজস্ব প্রতিবেদক: যশোরে স্থানীয় এক ব্যক্তির চুরি যাওয়া মোবাইল ফোন ১২ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে কসবা ফাড়ী পুলিশ সদস্যরা। কসবা পুলিশ ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর স্বপন কুমার দাসের নেতৃত্বে এসআই আনিচুর রহমানের সমন্বয়ে একটি টিম মারফ হোসেন রনিকে আটক করে। একই সাথে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে তারা। আটক রনি যশোরের মালন্চি গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বেজপাড়া থেকে শিমুল বিশ্বাসের ভিভো মডেলের মোবাইল ফোন চুরি হয়ে যায়। খবর পেয়ে কসবাফাড়ী পুলিশ তদন্ত শুরু করে। রনিকে আটক করে শুক্রবার আদালতে সোপর্দ করে।