Wednesday, February 19, 2025

যশোরে গাঁজাসহ যুবক আটক

নরেন্দ্রপুর ক্যাম্পের পুলিশ গাঁজা বিক্রির অভিযোগে এক যুবককে আটক করেছে। আটককৃত ব্যক্তি হলেন সদর উপজেলার কামালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আকাশ হোসেন সবুজ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নরেন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ এসআই শাহিনসহ একটি দল সদর উপজেলার বাজুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় আকাশ হোসেন সবুজকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আকাশকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর