Wednesday, February 19, 2025

এবার ঢাকায় গ্রেফতার যশোর আ’লীগ নেতা শেখ আতিকুর বাবু

এবার ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু।

জেলা আওয়ামী লীগের এই নেতা ইতিপূর্বে যশোরে গ্রেফতার হন। তাকে একটি নাশকতা মামলায় চালান দেয়া হয়। সম্প্রতি তিনি সে মামলায় জামিন লাভ করেন এবং অতিসম্প্রতি সে মামলার নির্ধারিত দিনে আদালতে হাজিরাও দেন।

পরবর্তীতে ব্যক্তিগত কাজে তিনি ঢাকা চলে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শেখ আতিকুর বাবু ঢাকার ফার্মগেট তেজকুনি পাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন।

যশোরে হওয়া মামলায় তিনি জামিনে থাকলেও ঢাকায় কোন মামলায় তাকে চালান দেয়া হয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

রাতদিন সংবাদ/আর কে-০৮

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর